হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ……….টেকনাফে এবার পরিবহণ লাইন দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩জুলাই এব্যাপারে টেকনাফ উপজেলা অটো রিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতি লি:(রেজিনং-১২২৭) টেকনাফ পৌর মেয়র,ইউএনও সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রতিকার দাবী করে আবেদন করেছেন। তাছাড়া এনিয়ে বড় ধরণের সংঘাতের আশংকায় টেকনাফ মডেল থানায় জিডি(নং-৬৮) করা হয়েছে। এনিয়ে টেকনাফে সাধারণ যাত্রীবাহী পরিবহণ সেক্টরে নিয়োজিতদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অটো রিক্সা, টেম্পু মালিক সমিতির সভাপতি ও সেক্রটারী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়- তারা পৌরসভার নির্ধারতি স্থানে ষ্ট্যান্ড করে যানজটমুক্তভাবে লাইনম্যান বসিয়ে বিভিন্ন রুটে যানবাহন পরিচালনা করে আসছে। কিন্তু হঠাৎ রেজিষ্ট্রেশন বিহীন সংগঠন টেকনাফ পরিবহণ মালিক সমিতি কত্তৃক পরিচালিত চাদের গাড়ির অদক্ষ ড্রাইভার ও শ্রমিক দিয়ে তাদের লাইন দখল করে নিয়েছে। সেই সাথে সুষ্টভাবে যানবাহণ পরিচালনায় বাধা প্রদান করছে।###########
Leave a Reply