মুহাম্মদ ছলাহ্ উদ্দিন…টেকনাফে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে বিদেশী পর্যটকসহ ১৭ যাত্রী আহত হয়েছে।
সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা সদর থেকে টেকনাফগামী যাত্রীবাহী মিনিবাস (কক্সবাজার জ-১১-০০৩৭) উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং এলাকা পৌঁছলে সামনের বাম চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে উলটে পড়ে। স্থানীয় বিজিবি সদস্যরাসহ এলাকাবাসী এসে যাত্রীদের উদ্ধার করে। এতে বিদেশী পর্যটকসহ ১৭ যাত্রী আহত হয়।
teknaf road er je obosta !
Amar to bis-shashoi hoschena je chaka panchar hoeche.
Jagghe.