হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ টেকনাফের বাহারছড়ায় ৭ অক্টোবর বিকালে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এক মেম্বারের উপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে টেকনাফ মডেল থানা থেকে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় আক্রান্ত মেম্বারকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। হামলায় আহত ২নং ওয়ার্ডের মেম্বার মোক্তার আহমদ আমীর জানান- বিকালে মাথাভাঙ্গা পরিত্যক্ত ইউপি ভবনে বসে ভোটার তালিকা হালনাগাদ করণের কাজ করছিলেন। এসময় ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুল্লাহসহ অন্যানারা উপস্থিত ছিলেন। হঠাৎ শামলাপুর থেকে কয়েকটি গাড়ী যোগে এসে হাবিবুল্লাহ, আজিজুল ইসলাম (১ভোটে পরাজিত) আয়াজ, আমজাদ হোসেন খোকন, শাহজালাল, মনখালীর কামালসহ একদল লোক তার উপর চড়াও হয়ে বেদম মারধর করে এবং নগদ টাকা কেড়ে নেয়। খুন করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা করেছে বলে তিনি দাবী করেন। উপস্থিত লোকজনের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টেকনাফ থানা থেকে পুলিশদল গিয়ে আহত মেম্বারকে উদ্ধার করে টেকনাফ নিয়ে আসে। রাতে এরিপোর্ট লেখার সময় থানায় মামলার প্রস্তুতি চলছিল। ##
Azizul soho tar sontrasi group k upjokto shikkha dewa hok,
Se ekhono buzte parche na koto dhane koto cawl !!!
very bad