নাফ নদ পার হয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় মঙ্গলবার ভোরে মিয়ানমারের আরো ১৬ জন নাগরিককে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।টেকনাফে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট-সংলগ্ন বরফকল এলাকায় একটি নৌকায় করে অনুপ্রবেশের সময় ১৪ জনকে এবং জালিয়াপাড়া এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নয়জন নারী, চারজন পুরুষ ও তিনটি শিশু। তারা মিয়ানমারের মংডু শহরের উকিলপাড়া, মংনিপাড়া ও ফাতংজার বাসিন্দা। দিনের কোনো এক সময় তাদের মিয়ানমারের ফেরত পাঠানো হবে বলেও জানান বিজিবি কর্মকর্তা।সম্প্রতি মিয়ানমারে সহিংসতার ঘটনায় সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। গত ৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত এক হাজার ১৬১ জন রোহিঙ্গাকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
Leave a Reply