মমতাজুল ইসলাম মনু…টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে অবৈধ ভাবে নৌপথে মালয়েশিয়া যাবার চেষ্টাকালে ২৬ আদম আটক করেছে স্থানীয় বিজিবি। বিজিবি সূত্র জানিয়েছে- ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক রাত সাড়ে ৩ টার সময় চোরাচালান,আদম পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশের অভয়ারন্য শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় চোরাপথে মালয়েশিয়া যাবার উদ্দেশ্যে জড়ো হওয়ার সংবাদ পেয়ে স্থানীয় বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার জাকারিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন মায়ানমার ও ১৮ জন বাংলাদেশী নাগরিক যশোর জেলার ৪,কক্সবাজার জেলার ১৩ ও চট্টগ্রাম জেলার ১ বলে জানা গেছে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় ১৮ বাংলাদেশী আদমকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও অন্য ৮ মায়ানমার নাগরিককে স্বদেশে পুশব্যাক করা হবে বলে নিশ্চিত করেছে শাহপরীর দ্বীপ বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার জাকারিয়া। ==
Leave a Reply