নুর হাকিম আনোয়ার,টেকনাফ /
টেকনাফে মালয়শিয়া মানব পাচারে বাঁধা দিতে গিয়ে পাচারকারীদের হামলায় রবিউল আলম (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকা জনক হওয়ায় ককসবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উত্তর পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। জানা যায়, সোমবার গভীর রাতে মালয়েশিয়া ফেরত মিয়ানমার নাগরিক মানব পাচাকারী জনৈক গুনজাইয়া ও সাইফুল ইসলাম মালয়েশিয়াগামী লোকজনদের একটি ট্রলারে তুলে দিচ্ছিলো। এসময় রবিউল আলম বাঁধা প্রধান করলে পাচারকারীরা তার উপর হামলা চালায়। আহতের ভাই ফরিদ আলম জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply