হাফেজ মুহাম্মদ কাশেম…..পাওনা টাকা নিয়ে মারধরে শিকার লবণ চাষী দেলোয়ার হোসেন(৩২) মারা গিয়েছেন। গতকাল ৬ সেপ্টেম্বর সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাপাতালের মর্গে প্রেরণ করেছে। টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কুয়াইংছড়িপাড়া মৃত মোস্তাক আহমদের পুত্র দেলোয়ার হোসেনকে প্রতিবেশী আবুল কালাম ও তার সাঙ্গপাঙ্গরা লবণ চাষের পাওনা টাকা নিয়ে গত কিছুদিন আগে বেদম মারধর করেছিল। গুরুতর আহত অবস্থায় দেলোয়ার টেকনাফ হাসপাতালে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে টেকনাফ থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু অসহায় লবণ চাষী দেলোয়ার প্রয়োজনীয় টাকার অভাবে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে যেতে না পেরে বাড়ীতে চলে যায়। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেলোয়ার হোসেন নিজ বাড়িতে মারা যায়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার সাব-ইন্সপেক্টর(এসআই) রাজু আহমেদ জানান-ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply