জেড করিম জিয়া, টেকনাফ… অবৈধভাবে সাগর পথে, মালয়েশিয়া মানব পাচারকারী দালাল চক্রের হোতা বলে আলোচিত শাহাব মিয়া (৩২)কে টেকনাফ থানা পুলিশ শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে। সে পুলিশের তালিকাভূক্ত মালয়েশিয়া মানব পাচারকারি চক্রের অধডজ্জন মামলার পলাতক আসামী। স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে শাহাব মিয়া,মোহাম্মদ হাসান, জায়েতলাহ, মৌ আব্দুলাহ, আবল কালাম সহএকটি পাচারকারী চক্রের সদস্যরা মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে এলাকার সহজ-সরল মানুয়ের কাছ থেকে প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দিন দিন বেপোরোয়া হয়ে উঠেছে। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ মাঝরপাড়া এলাকায় পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমদের নের্ত্বতে অভিযান চালিয়ে মৃত সোলতান আহমদের ছেলে শাহাব মিয়া (৩২) কে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মানব পাচারকারি দলের সদস্য ও তার বিরুদ্ধে অধডজ্জন মামলা রয়েছে। কক্সবাজার বিচারক হাকিম আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply