হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ………টেকনাফ উপজেলার হ্নীলায় নির্জন লবণ মাঠ থেকে গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে আজিজ সিকান্দর সোহাগ নামের ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে মোচনীর মৃত মাস্টার সিকান্দরের পুত্র। শিশু অবস্থায় বাবার মৃত্যুর পর মা রহিমা বেগমের সাথে হ্নীলা পুরাতন বাজারস্থ নানার বাড়ীতে থেকে পার্শ্ববর্তী শাহ মজিদিয়া মাদ্রাসায় ৫ম শ্রেণীতে লেখাপড়া করত। তাকে রাতের আঁধারে পরিকল্পিভাবে খুন করা হয়েছে বলে ধারণা করছে আত্মীয়-স্বজনরা। পুলিশ, প্রত্যক্ষদর্শী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হ্নীলা ষ্টেশনের উত্তরে হ্নীলা গার্লস স্কুলের পুর্বদিকের নির্জন লবণমাঠের একটি বড় আইলের আড়ালে গলায় ও পেটে আঘাতসহ কাদামাখা অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে টেকনাফ থানার সেকেন্ড অফিসার রাজুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে আলমত সংগ্রহসহ সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরে ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে আরেকদল পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে মাদ্রাসা পড়–য়া এই ছাত্রকে নির্মম ভাবে খুন করেছে তার কারণ জানা যায়নি।############
Leave a Reply