হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ কনডমে ভরে গুপ্তাঙ্গে লুকিয়ে কৌশলে পাচার করার সময় পুলিশ এক মহিলা পাচারকারী থেকে দুই দফায় ১ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। সেই সাথে রোহিঙ্গা নারী বর্তমানে টেকনাফ পৌর এলাকা অলিয়াবাদ জহিরের ভাড়া বাসায় বসবাসকারী কলিমুল্লাহর স্ত্রী রেহেনা বেগম(২০) কে গ্রেফতার করা হয়েছে। জানা যায়- টেকনাফ থেকে কক্সবাজার যাবার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশ ১০ সেপ্টেম্বর দিবাগত রাত্রে জীপ ষ্টেশন থেকে রেহেনাকে আটক করে। ১১ সেপ্টেম্বর ইয়াবা বের করতে টেকনাফ হাসপাতালে নেওয়া হয় রেহানাকে। সেখানে ৩০০ পিস ইয়াবাসহ একটি কনডম বের করা হয় গোপন অঙ্গ থেকে। বাকীগুলো বের করা সম্ভব না হওয়ায় তাকে পুলিশ প্রহরায় টেকনাফ থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবশিষ্ট ইয়াবাসহ পলিথিন মোড়ানো কনডমটি বের করে টেকনাফে নিয়ে আসা হয়। এব্যাপারে মামলা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল এসআই রাজিব কুমার সাহা ও এএসআই শরিফুল।###########
LA ILA HA ILLA ALLAH ,,,,,, HAIRE MANUSH MANUSH KI OBOSTA KOTHAI IJJAT SHOMMAN R KOTHAI ATTIO SHOJON BA MA BABA R SHAMI BHAI BON ERA KEHO KICHU BOLENA ??? HAIRE MANUSHHHHH
Hai taka.jar jonno eto ta niso hote pare manosh..!.Se se..eita ki rokom sobbota..amra kon pritibite asi!…
Asole papi k noi..pap k grina kora osit..
Haireeeeeeeeeeee,Amr shonar bangla……….