সাইফুল ইসলাম সাইফী,টেকনাফ সীমান্ত উপজেলা টেকনাফে ভোটার তালিকা হাল নাগাদ করণ কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ ২ অক্টোবর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়- টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আগামী ৭ অক্টোবর থেকে এক যোগে ভোটার তালিকা হাল নাগাদ করার কাজ শুরু হবে। এ জন্য ১০৭ জন তথ্য সংগ্রহকারী, ২৪ জন সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। আগামী ৬ অক্টোবর এদের প্রশিক্ষন দেয়া হবে। ইউনিয়ন ওয়ারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হচ্ছেন হোয়াইক্যংয়ে তথ্য সংগ্রহকারী ২০ জন, সুপারভাইজার ৪ জন, হ্নীলায় তথ্য সংগ্রহকারী ২১ জন, সুপারভাইজার ৫ জন, টেকনাফ সদরে তথ্য সংগ্রহকারী ১৯ জন, সুপারভাইজার ৪ জন, বাহারছড়ায় তথ্য সংগ্রহকারী ১২ জন, সুপারভাইজার ৩ জন, পৌরসভায় তথ্য সংগ্রহকারী ১০ জন, সুপারভাইজার ২ জন, সাবরাংয়ে তথ্য সংগ্রহকারী ২২ জন, সুপারভাইজার ৫ জন, সেন্টমার্টিনদ্বীপে তথ্য সংগ্রহকারী ৩ জন, সুপারভাইজার ১ জন। ###
Leave a Reply