হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ঃ টেকনাফ পৌর এলাকার ১নং ওয়ার্ডের হেচ্ছাখালের ব্রীজের নীচে একটি নবজাতকের লাশ কে বা কারা ফেলে চলে গেছে। গতকাল ১৪ জুলাই শনিবার সকালে এ দৃশ্য দেখার জন্য পথচারীরা সেখানে জমায়েত হয়েছে। কে বা কারা অবৈধভাবে গর্ভপাত করে ছেলে নবজাতকের লাশটি হেচ্ছাখালের ব্রীজের নীচে ফেলে চলে যায়। লাশটির পলিথিন দ্বারা আবৃত ছিল এবং এসময় তার মরদেহ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। সূত্র আরো জানা যায়- টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের কতিপয় অসাধু পেশাদার সেবিকা(নার্স) অর্থের প্রলোভনে পড়ে ৫ থেকে ৯ মাসের অবৈধভাবে গর্ভপাতে লিপ্ত থাকার অভিযোগে উঠেছে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স এর বাসায় দীর্ঘদিন যাবৎ অবৈধ গর্ভপাতের বাণিজ্য চলে আসছে। হাসপাতাল চলাকালীন এবং রাত্রে উক্ত আলোচিত নার্সের বাসার সামনে সারি সারি সিএনজি অপেক্ষা করতে দেখা যায়। রাত সাড়ে ৭টায় এব্যাপারে যোগাযোগ করা হলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) জানান- এ বিষয়ে কেউ থানায় অবহিত করেনি ####
Leave a Reply