হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ ৭ অক্টোবর বিকালে টেকনাফের পৌর এলাকায় ব্যতিক্রমধর্মী মাইকিং হয়েছে। মাইকিং করিয়েছেন একজন সরকারী কর্মকর্তা। তিনি হলেন- টেকনাফ স্থল বন্দরের ইসিগ্রিশন অফিসার মোঃ আব্দুল কাদের সিদ্দীকী। মাইকিং এর সারমর্ম ছিল- কেউ তার কাছে পাওনা থাকলে যেন আজকের মধ্যেই মোবাইল নং- ০১৭১১৬৬৭৪০৫ নাম্বারে যোগাযোগ করে। ব্যতিক্রমধর্মী এই মাইকিং টেকনাফ পৌর এলাকায় মানুষ আগ্রহভরে উপভোগ করেছে। এব্যাপারে যোগাযোগ করা হলে রাতে তিনি এপ্রতিবেদককে বলেন- ৮অক্টোবর টেকনাফ থেকে বদলী হয়ে চলে যাব। দেড় বছর টেকনাফে চাকুরী করেছি। হয়ত কেউ আমার নিকট পাওনা থাকতে পারে, তাই মাইকিং করেছি। এর আগেও বদলি হয়ে কর্মস্থল ত্যাগ করার আগে এভাবে মাইকিং করেছি। ###
salut apnke…
Rohingga der 2no paspot di ae der bosore koto taka kamayse tar hisab kedebe? Mayking kore maos ke notoq dekasse.
tik bolesen azad vai,