আবদুস সালাম …বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১১ জুলাই টেকাফে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিভাগ এবং বেসরকারী সংস্থা এফডিএসআর পরিচালিত সূর্য্যের হাসি ক্লিনিক যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে। টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী হাসপাতাল পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইউএনও আ,ন,ম নাজিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী এবং উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী র্যালীতে নেতৃত্ব দেন। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী, এনজিও প্রতিনিধি, মিডিয়া কর্মী, স্কুলের শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। র্যালী শেষে আলোচনা সভা পরিবার পরিকল্পনা ভবনের মিলনায়তনে সহকারী প:প: কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমার সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) নুরুল আফছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘সার্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা’। এতে ইউএনও আ,ন,ম নাজিম উদ্দীন প্রধান অতিথি, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন এফপিআই রফিকুল কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, এফডিএসআর এর কো-অর্ডিনেটর অজয় কুমার চৌধুরী। অনুষ্ঠানে ২০১১-২০১২ অর্থবছরের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান এবং ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) হিসাবে সদর ক্লিনিকের মনোয়ারা বেগম মুন্নী, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) চিনতাইংএ, শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসাবে সাবরাং নয়াপাড়া এফডব্লিউসি, শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে টেকনাফ সদর, শ্রেষ্ঠ বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও) হিসাবে আরটিএমআইকে অতিথিগণ সদনপত্র প্রদান করেন।########
Leave a Reply