টেকনাফ উপজেলার এক ব্যক্তি প্রতি মাসে ৫বার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সফর করে রেকর্ড সৃষ্টি করেছে। বিগত কয়েক বছর ধরে ঘন ঘন বিদেশ সফর নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। জানা যায়- সাবরাং শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার মৌঃ কলিম উল্লাহনামক লোকটি কয়েক বছর ধরে প্রতিমাসে বিদেশ সফর করে আসছে। তার সফরের তালিকায় পাকিস্তান, আপগানিস্তান, রেঙ্গুন, থাইল্যান্ড, মালিশিয়া ও আরব আমিরাত সহ ১৬টি রাষ্ট্র রয়েছে। এসব রাষ্ট্রে নিয়মিত যাতায়ত ও সন্দেহ জনক চলাফেরায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্বস্থ সূত্রে জানা যায়- তার নামে ভিন্ন ভিন্ন ঠিকানায় ২টি পাসপোর্ট রয়েছে। এক সাথে ২টি পাসপোর্ট ব্যবহার আইন বহির্ভুত। তার আসল কাজ কি ঘন ঘন বিদেশ যাতয়তের খরচ যোগাগান দেয় কি ভাবে? এ প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে অনেক অজানা তথ্য। বিভিন্ন দেশে রোহিঙ্গাদের সাহার্যাতে অনেক সংগঠন রয়েছে। এসব সংগঠন থেকে বায়তুল মাল কালেকশন করে বাংলাদেশে ব্যবহার করাই তার মূল কাজ। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সু-কৌশলে কয়েক বছর ধরে কাজ চালিয়ে গেলেও এলাকাবাসীর নজরে ধরা পড়ে যায়। সম্প্রতি মিয়ানমারে বৌদ্ধ মুসলিম দাঙ্গার সূত্র ধরে মালিশিয়া, থাইল্যান্ড সফর করে ৩ দিন পূর্বে দেশে ফিরেছে। টেকনাফ সীমান্তের কতিপয় সন্দেহ জনক ব্যক্তিসহ গোপন বৈঠক শেষে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের প্রস্তুতি স¤পন্ন করে। কক্সবাজারে সাংবাদিক সম্মেলন থেকে ৭জনকে পুলিশ গ্রেফতারের পর উক্ত কলিমুল্লাহ তার সহযোগীসহ গা ঢাকা দিয়েছে। বর্তমানে তারা আমিরাবাদ একটি গ্রামে বসে নতুন ভাবে পরিকল্পনা করছে বলে জানা যায়। এব্যাপারে কলিমুল্লাহর ০১৮১৭০৫৭৭৯৩ মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এখন দূরে আছে পরে বসে কথা বলবেন বলে জানান। স্থানীয় সচেতন মহল তার সন্দেহ জনক বিদেশ সফর নিয়ে গোয়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার দেশ ও জাতীর স্বার্থে প্রয়োজন রয়েছে।##
Leave a Reply