আমিনুল ইসলাম,হ্নীলা /
টেকনাফ ৪২বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ ১ মহিলাকে আটক করা হয়েছে। আটক মহিলাকে থানায় সোর্পদ করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়-২০নভেম্বর বিকাল আড়াইটার দিকে টেকনাফ ৪২বিজিবির দমদমিয়া বিওপি চেকপোস্টে কর্তব্যরত জওয়ানেরা যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭শ ৫০পিস ইয়াবাসহ নাইট্যং পাড়া এলাকার মৃত ইসমাঈলের কন্যা তৈয়বা খাতুন (৪৮)কে আটক করে। তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় সোর্পদ করা হয়। ##########################
Leave a Reply