হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফে বিজিবি ও র্যাবের পৃথক ৩টি অভিযানে ২ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসব অভিযানে ২ জন মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে।
বিজিবি জওয়ানেরা টেকনাফ সীমান্তের শাহপরীরদ্বীপ ও হোয়াইক্যং খারাংখালী পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করা হয়। ৫ এপ্রিল টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, মাদকের চালান পাচারের গোপন সংবাদ পেয়ে ৪ এপ্রিল (রবিবার) রাত ৭টার দিকে টেকনাফ—২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া হতে আবুল কালামের পুত্র মোঃ নুরুল আবছারকে (২২) আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, রাতে নাফনদীতে মাছ শিকারের সময় মিয়ানমার হতে আসা ইয়াবা ভর্তি একটি নৌকা ডাঙ্গরপাড়ায় মোঃ আমিনের বাড়িতে রাখা হয়েছে। ধৃত নুরুল আবছারকে নিয়ে আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বাড়ির মালিক পালিয়ে যায়।
এদিকে রাত সাড়ে ১১টার সময় হোয়াইক্যং খারাংখালী বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিশেষ একটি টহল দল ক্যাম্পের দক্ষিণ—পূর্ব পাশে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২—৩ জন দুষ্কৃতকারী একটি কাঠের নৌকা থেকে নেমে বেড়ি বাঁধের দিকে অগ্রসর হলে বিজিবি জওয়ানেরা তাদের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারী চক্রের সদস্যরা একটি বস্তা ফেলে পাশর্^বর্তী গ্রামে দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তায় ১ লক্ষ ইয়াবা পাওয়া যায়। শাহপরীরদ্বীপ হতে ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। অবশিষ্ট ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
অপরদিকে ৫ এপ্রিল র্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল বিকাল ৩টার দিকে র্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল ঊঞ্চিপ্রাং শামীম ফার্মেসীর সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং নয়াপাড়া বটতলীর মৃত ঠান্ডা মিয়ার পুত্র এরশাদ মিয়াকে (২৮) একটি ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
Leave a Reply