টেকনাফে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয় রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া গত রবিবার রাতে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে এক হাজার ১০০ কেজি চাল, ২৪৫ কেজি ইউরিয়া সার, ৩৫০ কেজি পেঁয়াজ, ৩৫ লিটার ডিজেল ও একটি কাঠের নৌকা আটক করা হয়।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সীমান্ত দিয়ে ওই ছয় রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের হাতে ধরা পড়েন। তাঁদের আটক করে বিকেলে দেশে ফেরত পাঠানো হয়।
এ ছাড়া গত রবিবার গভীর রাতে জিম্মংখালী বিওপি বিজিবির নায়েক সুবেদার সাখাওয়াতের নেতৃত্বে নাফ নদের ৭ নং স্লুইচগেট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য আনা ৮৫০ কেজি চাল ও ১৯৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। অন্যদিকে সোমবার ভোরে হ্নীলা বিওপি বিজিবির নায়েক সুবেদার ইলিয়াছের নেতৃত্বে হ্নীলা জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫০ কেজি চাল, ৫০ কেজি ইউরিয়া সার ও ৩৫০ কেজি পেঁয়াজসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। একই বিওপি বিজিবি রাতে হ্নীলা মৌলভীবাজার রাস্তা দিয়ে পাচার কালে ৩৫ লিটার ডিজেল জব্দ করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা চাল, পেঁয়াজ, সার, ডিজেল ও নৌকা শুল্ক স্টেশনে জমা দেয় বিজিবি। ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান সংবাদের
Leave a Reply