নূর হাকিম আনোয়ারটেকনাফঃ বিজিবি জওয়ানরা ২৮ সেপ্টেম্বর সকালে টেকনাফ চৌধুরীপাড়াস্থ টেকনাফ-মংডু ট্রানজিট ঘাটে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন পাচারকারীকে আটক করেছে। ধৃত ব্যক্তি মিয়ানমার মংডু মৃত নুর আহমদের পুত্র নুরুল কবির(২০)। ট্রানজিট ঘাটে তল্লাশী করে টেকনাফ সদর বিওপির জওয়ানরা তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। তাছাড়া বিজিবি জওয়ানরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল, ডিম, গেঞ্জি জব্দ করেছে। যার মূল্য ৪ লক্ষাধিক টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।#####
Leave a Reply