নুর হাকিম আনোয়ার,টেকনাফ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে প্রস্তুতি সভা গতকাল ২৪ জুলাই দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। ইউএনও শাহ মোজাহিদ উদ্দীন, সহকারী কমিশনার ভূমি সেলিনা কাজী, ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী ও মিজবাহার ইউছূপ, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহম্মদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারমান মাস্টার মীর কাসেম,বাহারছড়া ইউপি মাওঃ হাবিব উল্লাহ, সরকারী কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ,মিডিয়াকর্মী রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ উপস্থিত ছিলেন । আলোচনায় জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে বিভিন্ন কর্মসূচীর মাধ্যামে টেকনাফ উপজেলায়ও আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালানের সিদ্ধান্ত গৃহিত হয়।