রমজান উদ্দিন পটল,টেকনাফ …স্কুল ছুটির পর ঘরে ফেরার পথে টেকনাফের হোয়াইক্যং কান্জর পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বখাটে যুবকরা প্রতিনিয়ত উত্ত্যেক্ত করায় এবং প্রকাশ্য ২ ছাত্রীর শ্লীলতা হানির ঘটনায় সহপাঠিসহ প্রায় দেড় শতাধিক শিশু শিক্ষাথীর্র স্কুলে যাওয়া বন্ধ হয়ে পড়েছে। বখাটেদের আমানবিক ও ইভটিজিং মুলক কর্মকান্ডের প্রতিবাদ করায় উল্টো অভিভাবকদের উপর দফা দফা হামলা ও স্কুল ছুটির পর ছাত্রীদের উপর নির্মম কর্মকান্ডের দায়ে জনতা কর্তৃক অটক ২ বখাটেকে বীরদর্পে ছিনিয়ে নিয়ে হুমকি প্রধান করায় অভিভাবকরা নিজ সন্তানদের স্কুল যাতায়াত বন্ধ করে দেয়।
সরেজমিনে গয়ে জানাযায়- হোয়াইক্যংয়ের কান্জর পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া কুতুবদিয়া পাড়া, করাচি পাড়া এলাকার ছাত্রীরা স্কুলে যাতায়াতকালে বখাটে যুবকেরা প্রতিনিয়ত বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে উত্তেক্ত করে আসে। বখাটেদের কু প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুচ্ছালামের ৭ম শ্রেণীতে পড়–যা মেয়ে (নাম প্রকাশ করা গেলনা) এবং মোঃ সেলিমুল্লাহর একই ক্লাসে পড়–য়া মেয়েকে টেকনাফ কক্সবাজার প্রধান সড়কের এরশাদুল্লাহর ব্রীজ নাম এলাকায় জোর পুর্বক থামিয়ে অশালীণ ভাষায় হুমকি ধমকি দেওয়ার এক পর্যায়ে তাদের মাথার কাপর নিয়ে টানা হেঁছড়া করে। এছাড়া নানান কটুক্তি ছুড়ে। এ দৃশ্য পার্শবর্তী বাজারের লোকজন দেখে এগিয়ে গেলে উক্ত স্কুল ছাত্রীরা কাঁদতে কাঁদতে তাদেও উপর নির্যাতনের বর্নণা দেয়। এসময় ক্ষুব্দ লোকজন কান্জর পাড়া এলাকার আমির হোছনের পুত্র আলাউদ্দিন মিয়া হোছনের পুত্র মোঃ জয়নালকে হাতে নাতে আটক করে এবং স্কুলের ম্যানেজিং কমিটি বরাবরে মুঠো ফোনে বিষয়টি অবগত করে। খবর পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোছেন দিলো, সদস্য শাকের আহমদ চৌধুরী, শামশুল আলম, মোস্তাকসহ কয়েকজন রাজনৈতিক ব্যাক্তি ঘটনাস্থলে এসে যাচায়ের প্রক্কালে আটক বখাটে যুবকদের অত্বীয় স্বজন ও কিছু সংখ্যক বখাটে লোকজন অতর্কিত ভাবে হামলা চালিয়ে আটক ২ বখাটেকে ছিনিয়ে নিয়ে যায় এবং এলাকায় সন্ত্রাসী মহড়া দিয়ে নানান হুমকি প্রদান করে। এসময় স্থাণীয় অভিভাবকরা উত্তেজিত হয়ে উঠলে দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এত ক্ষিপ্ত হয়ে বখাটেরা আরো ২ দফা হামলা চালায় বলে স্থাণীয় অভিভাবক আবু তাহের , আবুল কালাম, মৌঃ আব্দুল জলিল, শমশুল আলম, আব্দুচ্ছালঅম, সেলিমসহ এলাকার বিভিন্ন লোকজন জানিয়েছেন। এ ভ্যাপাওে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ###
Leave a Reply