ছৈয়দ আলম, টেকনাফ..…টেকনফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে মিয়ানমার হতে বৃহস্পতিবার ভোরে অনুপ্রবেশকরা ১৬ জন রোহিঙ্গাকে নিজ হেফাজতে রেখেছে বিজিবি। এছাড়া আগের আটক করা ১৮ জনসহ বর্তমানে বিজিবি হেফাজতে স্বদেশে ফেরতের অপেক্ষায় রয়েছে ৩৪ জন রোহিঙ্গা নাগরিক। জানা যায়, ২১ জুন ভোরে ও সকাল ৭ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত পয়েন্ট থেকে ৩ জন, নাজির পাড়া পয়েন্ট থেকে ১১ জন ও নাইট্রং পাড়া পয়েন্ট থেকে ২ জনকে আটক করে হেফাজতে রাখে বিজিবি। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি নৌকা ও জব্দ করে।
বিজিবি-৪২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, কিছু অনুপ্রবেশকারী রোহিঙ্গা শাহপরীরদ্বীপ এলাকায় বিজিবির টহল জোরদার থাকায় টেকনাফর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্ট চালাচ্ছে। এসব পয়েন্টে ও স্পীটবোট নিয়ে টহল জোরদার করা হয়েছে। এ পর্যন্ত ৯৪৬ জন অনুপ্রবেশকারীর মধ্যে ৯১২ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে এবং বর্তমানে বিজিবি হেফাজতে স্বদেশে ফেরতের অপেক্ষামান ৩৪ রোহিঙ্গার মধ্যে ১০ জনকে গতকাল বিকাল ৫ টায় স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে টেকনাফ স্থলবন্দরে একটি মাছ ধরার ট্রলার ও একটি তুলার ট্রলার আসলেও ব্যবসায়ীদের যাতায়াত বন্ধ রয়েছে।
###############################
ছৈয়দ আলম,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮১৯-০৩৬৪৬০
Leave a Reply