নজির আহমেদ সীমান্ত টেকনাফ প্রতিনিধি…টেকনাফে ফুটবল খেলায় প্রতিপক্ষের কাছে হেরে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে। আহত খেলোয়াড় টেকনাফ জালিয়া পাড়ার সদর হাসপাতালে মৃত্রুর সাথে পাঞ্জা লড়ছে। জানাযায় গতাকাল শুক্রবার বিকাল তিনটায় টেকনাফ ওয়াপদা মাঠে দু’পক্ষের মধ্যে উত্তেজনাপূন ফুটবল খেলা চলচ্ছিল টেকনাফ জালিয়া পাড়ার দু,দলের মধ্যে। আহত সালমানের পক্ষ পরপর দুটি গোল করে তার দলকে জিতে মাঠ ত্যাগ করচ্ছিল। এসময় প্রতিপক্ষ গতিরোধ করে হামলা চালায় সামসু। এতে সালমান ছৃুরির আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেয় স্বজনেরা। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তার অবস্তা আশংকাজনক বলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের প্রেরণ করে।
আহত শালমানের ছোট ভাই সৈয়দ হোসেন জানান পতিপক্ষ তার ভাইকে পরিল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আহত শালমানের অবস্থা খুব নাজুক। তাকে সন্ধ্যা ৬টায় অপারেশনের নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply