তাহেরা আক্তার মিলি, টেকনাফঃ:::প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মৃত্যু দাবির চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ ২৭ জুলাই সাবরাং সরকারী প্রাইমারি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ শাখার ডিসি ও ইনচার্জ হাফেজ মাওঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী। প্রধান বক্তা ছিলেন কোম্পানীর চট্টগ্রাম কর্পোরেট জোনের ইভিপি ও ইনচার্জ আলহাজ্ব এইচএম সলিম উল্লাহ। বক্তব্য রাখেন- কক্সবাজারের জেইভিসি ও ইনচার্জ শাহাদত হোসেন ছিদ্দিকী, এসভিপি মুছা কলিমুল্লাহ, টেকনাফ ডিগ্রী কলেজের প্রফেসর ফারুক আহমদ, সাবরাং সরকারী প্রইমারি স্কুলের প্রধান শিক আনিস উল্লাহ। অনুষ্ঠানে সাবরাং মন্ডল পাড়া নিবাসী মরহুম হাফেজ মাওঃ মনির আহমদের নমিনী তাঁর স্ত্রী দিলনেওয়াজ বেগম কাজলকে মৃত্যু দাবির ১ল ৩৪ হাজার টাকা এবং হারিয়াখালী নিবাসী মরহুম ফয়েজ উল্লাহর মৃত্যু দাবির ১ ল ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গ্রাহক- সুধীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।#####