হাফেজ মুহাম্মদ কাশেম…প্রযুক্তি হস্তান্তর বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ২১ জুন সম্পন্ন হয়েছে। ‘উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্প’ ২য় পর্যায়ের আওতায় টেকনাফ উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রতি ব্যাচে ৫০ জন করে ৮ ব্যাচে মোট ৪০০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করে। কক্সবাজার জেলা কৃষি উপ-পরিচালক নরেশ চন্দ্র বাড়ৈ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উদ্ভিদ সংগনিরোধ কীটতত্ববিদ (কোয়ারেন্টাইন) অফিসার পুষ্পেন্দু বড়–য়া, টেকনাফ উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (লেঙ্গুরবিল ব¬ক) শফিউল আলম, (সদর ব¬ক) আশিক আল মাহমুদ শোয়েব,মোঃ আনোয়ার হোসেন (লেদা ব¬ক) প্রশিক্ষণে সর্বাতœক সহযোগিতা করেন। উলে¬খ্য ২০ মে এই প্রশিক্ষণ শুরু হয়ে ২১ জুন সম্পন্ন হয়েছে। ##
Leave a Reply