হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ সাবেক প্রেমিক কুপিয়ে প্রবাসীর স্ত্রীকে গুরুতর জখম করেছে। ২৪ সেপ্টেম্বর বিকালে টেকনাফ পৌর এলাকা পুরান পল্লানপাড়ায় ঘটেছে এ ঘটনা। গুরুতর আহত প্রবাসী ইদ্রিসের স্ত্রী আয়েশা বেগম(২০) কে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার আশংকা জনক হওয়ায় তাকে টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। এদিকে হামলাকারী সাবেক প্রেমিক মোঃ শামীম প্রকাশ শাইম্যা চোরাকে জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়- আয়েশা বেগমের সাথে শামীমের সম্পর্ক ছিল বিয়ের আগে। ইদ্রিসের সাথে আয়েশার বিয়ে হওয়ার পর শামীমের জ্বালাতনে ইদ্রিস বাসা পরিবর্তন করে উপরের বাজার থেকে পুরান পল্লানপাড়া নিয়ে যায়। এরপর ইদ্রিস বিদেশে চলে গেলেও শামীম প্রায় সময় আয়েশা বেগমকে উত্যক্ত করে আসছিল। গতকাল ২৪ সেপ্টেম্বর বিকালে শামীম পুরান পল্লানপাড়া গিয়ে আয়েশা বেগমকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আয়েশা বেগম বাধা দিলে শামীম দা দিয়ে কুপিয়ে হাত ও পায়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে শামীমকে ধরে ফেলে এবং আয়েশাকে হাসপাতালে প্রেরণ করে। #########
Leave a Reply