সাইফুল ইসলাম চৌধুরী,টেকনাফ টেকনাফে পুলিশ বিজিবির পৃথক অভিযানে ২৭ হাজার ৬৫৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মহিলা আটক হয়েছে । এ ঘটনায় নিলার ইয়াবা ট্যাবলেটের গডফাদার বার্মাইয়া শমশু আলমসহ ৩ জনকে প্রলাতক আসামী করা হয়েছে । বিজিবি সূত্রে জানাযায়,১৭ জুলাই রাত সাড়ে বার ঘটিকার সময় গোপন সংবাদের বিত্তিতে নিলা বিজিবির সদস্যরা কাষ্টম ঘাট ১ নং সুইচ গেইট নাফ নদীর কিনারায় মিয়ানমার থেকে আসা একটি ইয়াবার চালান অভিযান চালায় । এসময় ইয়াবা ট্যাবলেটের চালান ফেলে নিলার ইয়াবা ট্যাবলেটের গডফাদার শমশু আলম প্রকাশ-বার্মাইয়া শমশু ও রফিক মিস্ত্রি পালিয়ে যাই । ঘটনা স্থল থেকে ১৩ হাজার ৬৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি । ইয়াবা ট্যাবলেটের চালান ফেলে পালিয়ে যাওয়ার অপরাধে নিলা পূর্ব শিকদার পাড়ায় বসবাসকারী মোহাম্মদ হোছনের ছেলে শমশু আলম প্রকাশ বার্মমাইয়া শমশু(৪২) ও একই এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে রফিক মিস্ত্রিকে প্রলাতক আসামী করা হয়েছে । অপর দিকে সকাল সাড়ে ৮ ঘটিকার সময় টেকনাফ সদর ইউনিয়নের সাজির পাড়া এলাকায় টেকনাফ থানা পুলিশের এস আই মোঃ ইয়াছিন ও এ এস আই নুর নবী গোপন সংবাদের বিত্তিতে গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ ৩ মহিলাকে আটক করেছে । আটক কৃতরা হচ্ছে,টেকনাফ সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়ার আবুল হাসিমের স্ত্রী হাপি আকতার(২২),সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার ফরিদের স্ত্রী তৈয়ুবা খাতুন(৩২) ও আবুল হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন(৪৫) । এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের ব্লেলেকার সিদ্দিককে প্রলাতক আসামী করা হয়েছে । উল্যেখ্য যে, টেকনাফ নিলার শমশু আলম প্রকাশ বার্মাইয়া শমশু ইয়াবা ট্যাবলেট ব্যবসার অন্যতম ১ গডফাদার। বার্মাইয়া শমশু বল্লে এলাকার লোকজন তাকে চিনে । বার্মাইয়া শমশু হচ্ছে,মিয়ানমার নাকপুরা কাছারিবিল গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে । ইয়াবা ব্যবসা করার অপরাধে মিয়ানমারেও বহু বছর জেল কেটেছে । সেখানে জেল কাটার পর পালিয়ে আসে টেকনাফ উপজেলার নিলায় । নিলায় আসার পর আবারো ইয়াবা ব্যবসা করতে শুরু করে নানা কৌশল । অবশেষে নিলায় বড় বড় ইয়াবার গড ফাদারদের সাথে সিন্ডকেট করে শুরু করে ইয়াবা ব্যবসা । ইয়াবা ব্যবসা করার অপরাধে বাংলাদেশেও জেল কাটে ৩ বছর । শুধু তাই নয় ইয়াবা ব্যবসার অপরাধে এই বাম্র্াইয়া শমশু এ পর্যন্ত ৬/৭ টি মামলার আসামী হয়েছে । শমশু বারবার ইয়াবার প্রলাতক আসামী হলেও কিভাবে সে প্রতিবারই চার্জসিট থেকে বাদ পড়ে যায় তা জনমনে নানান প্রশ্নের সুষ্টি হয়েছে ।