এটিএন ফায়সাল……চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নির্দেশিত অপরাধ দমন, অপরাধী আটক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ৩০ আগষ্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে। ৩১ আগষ্ট সন্ধ্যায় টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার এ এস আই মোঃ কাউসার জানান- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দপ্তরের স্মারক নং- অপরাধ/৩৭-২০১২/৬৩৪৪ (১১) মূলে নির্দেশনার প্রেক্ষিতে পুলিশ বেতার বার্তা নং- ৩৮০০ মূলে টেকনাফ মডেল থানায় ২৪ আগষ্ট থেকে বিশেষ অভিযান শুরু করে ৩০ আগষ্ট শেষ হয়েছে। এই অভিযানে জি আর ও সি আর মামলায় অভিযুক্ত মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তম্মধ্যে ১ জন হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীও রয়েছে।
Leave a Reply