বৃহস্পতিবার ১৯ জুলাই, ২০১৮ ১১:৫৯ অপরাহ্ন
407 বার এই নিউজটি পড়া হয়েছে
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ …টেকনাফ উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। উপকরণের মধ্যে ছিল প্রধান শিক্ষকের রেজিস্টার, ফেস্টুন ও ডায়রী। ‘পারপরমেন্স বেইজ ম্যানেজমেন্ট’ (পিবিএম) কর্মসুচীর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর এসব উপকরণ বিতরণ করেন।
জানা যায়, ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে শিক্ষা ও পিবিএম উপকরণ বিতরণ উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। কর্মসূচি সমন্বয় করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবসার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান। সভায় উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণের হাতে বিদ্যালয়ের শিক্ষার মান মূল্যায়নের এসব উপকরণ তুলে দেওয়া হয়। ##