হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ……….পর্যটন ভাতার দাবীতে টেকনাফের সরকারী কর্মচারীরা গতকাল ৩ জুলাই স্মারকলিপি দিয়েছেন। সকাল ১০ টায় বাংলাদেশ ৩য় শ্রেণী সরকারী কর্মচারী সমিতির টেকনাফ উপজেলা শাখার সভাপতি তুষার কান্তি পাল ও সাধারণ সম্পাদক মো: মনজুর আলম স্বাক্ষরিত মন্ত্রী পরিষদ সচিব বরাবরে লিখিত স্মারকলিপি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম নাজিম উদ্দীনের নিকট হস্তান্তর করেন। বাংলাদেশ ৩য় শ্রেণী সরকারী কর্মচারী সমিতি টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনজুর আলমের নেতৃত্বে স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম(কৃষি), আবদুস শুক্কুর(স্বাস্থ্য), অনীল বড়ুয়া(ইউএনও অফিস), বিশ্বজিৎ বড়–য়া(ইউএনও অফিস), আবু জাফর(স্বাস্থ্য), তমাল বিকাশ চৌধুরী(হিসাব রক্ষন), রুহুল কাদের(মৎস্য), গিয়াস উদ্দীন(সমাজসেবা), মো: হোছাইন(ভুমি), গিয়াস উদ্দীন(বিআরডিবি), আবদুল হাই(পরিসংখ্যান), আজমত উল্লাহ মানিক(বিআরডিবি), কাজল কান্তি দাশ(ভূমি), হরিলাল দেবনাথ(যুব উন্নয়ন), শহিদুল ইসলাম(নির্বাচন), প্রদীপ কুমার দাশ(মাধ্যমিক শিক্ষা), নুরুন্নবী(প্রাইমারী শিক্ষা), নুরুল আলম(প্রাণী সম্পদ), আবদুল মতিন(রেডক্রিসেন্ট), ছৈয়দ হোসেন মামুন( উপজেলা চেয়ারম্যান), ইউসুপ সরওয়ার(প:প:), দিপুমনি(কোয়ান্টোন)। স্মারকলিপিতে কক্সবাজার জেলায় কর্মরত সরকারী কর্মকর্তা কর্মচারীদের পর্যটন ভাতা পাওয়ার যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।#########
I think Uno sir will send this issue to upper level for a fruitfull solution.because every thing is to much expensive in teknaf.