মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফের হ্নীলা মোচনী -নয়াপাড়াস্থ নাফনদী হতে আবারো অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ভার করে মর্গে প্রেরণ করেছে।জানাযায়-১৫ আগষ্ট সকালে টেকনাফ ৪২বিজিবির নয়াপাড়া বিওপির টহলরত জওয়ানেরা মোচনী-নয়াপাড়া সংলগ্ন নাফনদীতে জোয়ারের পানিতে একটি অজ্ঞাননামা লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের এস আই হারুন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ১০টারদিকে সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। লাশ দেখে ধারণা করা হচেছ যে ,৪/৫দিন আগে কোন এলাকার জেলে অথবা চোরাকারবারী সদস্য দৈব-দূর্বিপাকে নদীতে পড়ে যায়। এতে সে মৃত্যু বরণ করে ভাসতে ভাসতে কিনারায় এসে ভিড়ে ।
Leave a Reply