নুর হাকিম আনোয়ার,টেকনাফ::::টেকনাফে নাফ নদী বেড়িবাঁধের পাশ থেকে দুই-শিশুর লাশ উদ্ধার করেছে বিজিবি। প্রাপ্ত তথ্য জানা যায়- ২০ জুলাই বিকালে নাফনদীর ১নং স্লুইচ গেইট সংলগ্ন গফুর মেম্বারের চিংড়ি প্রজেক্টের কেওড়া বাগান হতে এ লাশ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়- মাদ্রাসা পড়–য়া দু- ছাত্র সখের বশে নাফনদীর কেওড়া বাগানে কেওড়া গোলা আনতে গিয়েছিল। এসময় নাফনদীর জোয়ারের পানি বৃদ্ধির হওয়ায় ফলে তারা কূলে ফিরতে গিয়ে চিংড়ি প্রজেক্টের চোরা গর্তে পড়ে মৃত্যুবরণ হয়। বেড়িবাঁধের টহলরত বিজিবি নজর পড়লে তাদেরকে উদ্ধার করে বেড়িঁবাধের উপর রাখে। এ খবর ছড়িয়ে পড়লে তাদের আতœীয় স্বজনেরা এসে লাশ সনাক্ত করে হাসাপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার দু শিশুকে তাৎনিক মৃত ঘোষনা করে। দু-শিশু হচ্ছে- টেকনাফ পৌরসভাস্থ দণি জালিয়াপাড়ার ড্রাইভার ইব্রাহীমের পুত্র মোঃ আবরার(১০), হাঙগার ডেইল এলাকার মোঃ আয়ুবের পুত্র সাইফুল ইসলাম (১১)। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার দেলোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এ ব্যাপারে থানায় কোন তথ্য নেই।