নিজস্বপ্রতিবেদক :
টেকনাফে নাফ টিভি’র ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পহেলা মার্চ নাফ টিভি’র কার্যলয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
২০২০ সালের পহেলা মার্চ আজকের এই দিনে যাত্রা শুরু হয় নাফ টিভি’র। নাফ টিভি’র চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সম্পাদক নুরুল হোসাইনের সঞ্চালনায় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন টেকনাফ সাংবাদিক ইউনিটি’র প্রধান উপদেষ্টা হাফেজ মোহাম্মদ কাশেম, উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দিন, জেড করিম জিয়া, সভাপতি সাইফুল ইসলাম সাইফি, নাফ টিভির কারিগরি সম্পাদক খোরশেদ আলম, প্রতিনিধি মোহাম্মদ ইসহাক, উপস্থাপিকা তাহমিনা খানম, তানজি ইসলাম, চইতি দে, মারোতের সভাপতি আবু সুফিয়ান, মোবারক হোসাইন, হারুন, রহিম, মোস্তফা, আলমগীর আজিজ সহ নাফ টিভির বিভিন্ন কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং নাফ টিভি’র উত্তর উত্তর সাফল্য কামনায় দোয়া করেন।
নাফ টিভির চেয়ারম্যান সেরা করদাতা নির্বাচিত হওয়ায় এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নাফ টিভির কলাকৌশলীরা। একই সাথে মানসিক রোগিদের তহবিল মারোতের পক্ষ থেকেও তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply