দিল মোহাম্মদ সিকদার, টেকনাফ … টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নে দূঃস্থ মহিলাদের মাঝে চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারী ভাবে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও স্থানীয় মেম্বারদের অবহিত না করে ইউপি চেয়ারম্যান নিজ বাড়ীর পাশে পরিত্যক্ত একটি ভবনে ২ অক্টোবর দূঃস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করেছেন। এ নিয়ে পুরো ইউনিয়নে ক্ষোভ দেখা দিয়েছে। সে সাথে সরকারের ট্যাগ অফিসার উপস্থিত না থাকায় কার্ডধারী দূঃস্থ মহিলারা তাদের ন্যায্য পাওনা সঠিকভাবে পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার বখতেয়ার কামাল তাৎক্ষনিক ইউএনওকে লিখিত ভাবে জানিয়েছেন বলে জানান। ভিজিডি কর্মসূচী টেকনাফ উপজেলায় নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক দপ্তর। খোঁজ নিয়ে জানা যায়- গত ১৭ সেপ্টেম্বর উমবিকা/টেক/কক্স/৫০/২০১২ স্বারকমুলে টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়নে ২ হাজার ৯১১ জন উপকার ভোগী কার্ডধারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি হারে বিতরনের জন্য ৮৭.৩৩০ মেঃ টন চার বরাদ্ধ দিয়েছিলেন। তম্মধ্যে হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ সদর ইউনিয়নে ২৬ সেপ্টেম্বর এবং সাবরাং বাহারছড়া ও সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নে ২৭ সে্েপ্টম্বর ভিজিডি চাল বিতরনের নিধারিত তারিখ ছিল। কিন্তু নিধারিত তারিখ মতে টেকনাফ উপজেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন ও যথা সময়ে দূঃস্থ মহিলাদের মাঝে বিতরণ করা হয়নি। বাহারছড়া ইউনিয়নে ৩৮৬ জন কার্ডধারী উপকারভোগী দূঃস্থ মহিলাদের জন্য বরাদ্ধ ছিল ১১.৫৮০ মে ঃ টন চাল। ট্যাগ অফিসারের উপস্থিতিতে এই চাল বিতরণ নিশ্চিত করার সরকারী নির্দেশনা উপেক্ষা করে বাহারছড়া ইউপি চেয়ারম্যান ট্যাগ অফিসারকে অবহিত না করেই নির্ধারিত তারিখের পরিবর্তে ২ অক্টোবর নিজ বাড়ীর পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে চাল বিতরণ করে। এ ব্যাপারে জানতে চাইলে ট্যাগ অফিসার বখতেয়ার কামাল বলেন- ইউপি চেয়ারম্যান চাল বিতরনের দিনক্ষন ঠিক করে অবহিত করার নিয়ম থাকলেও তাঁকে জানানো হয়নি। বিষয়টি তিনি বাহারছড়া ইউপি মেম্বারগণের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পেরে লিখিত আকারে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিব উল্লাহ বলেন- আমি এমপির নির্দেশে এসব করেছি। ###
Leave a Reply