মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফে র্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে আড়াই হাজার ইয়াবাসহ তিন জন আটক হয়েছে। পরে তাদের থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।কক্সবাজারস্থ র্যাব-৭ এএসপি সাজেদুর রহমান জানান, শনিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরাতন বাস ষ্টেশনে জামে মসজিদের দ্বিতীয় তলায় বেচাকেনার সময় ১ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ সদর ইউনিয়নের খোনকার পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র খোরশেদ আলম (২৩) পৌর এলাকার অলিয়াবাদের মৃত আবুল হোছনের পুত্র ফয়েজুল ইসলামকে (২২) হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে দমদমিয়া বিওপি’র চেকপোস্টে বিজিবি জওয়ানরা কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে (কক্সবাজার জ-১১-০১২৫) তল্লাসি চালিয়ে ১ হাজার ১শ’ ৯৩ পিচ ইয়াবাসহ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মৃত মোঃ হোছনের পুত্র কবির আহমদকে (৪৫) আটক করা হয়।
টেকনাফ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃতদের থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় র্যাব-বিজিবি পৃথক মামলা দায়ের করে।
#################################
Leave a Reply