হেলাল উদ্দিন, টেকনাফ ॥টেকনাফে ৩৯৮ পিচ ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে বিজিবি। এছাড়া অপর এক পৃথক অভিযানে পাচারকালে দেড় লাখ টাকার চোরাইপণ্যও আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, ১৭ আগষ্ট বিকাল সাড়ে ৪টার দিকে দমদমিয়া বিওপি’র হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৯৮ পিচ ইয়াবাসহ হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ছিদ্দিক আহমদের পুত্র শফিকুল আলমকে (১৯) আটক করে।অপরদিকে একইদিন ভোররাত সাড়ে ৩টার দিকে একই বিওপি’র জওয়ানরা বরইতলী সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ লাখ ২০ হাজার ২শ’ ২০ টাকা মূল্যমানের টাইগার, জুস, সেমাই, কাঠের নৌকাসহ বিভিন্ন প্রকারের চোরাইপণ্য জব্দ করে।>অন্যদিকে হ্নীলা বিওপি’র জওয়ানরা চৌধুরী পাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৫শ’ টাকা মূল্যমানের ৫ বোতল মেন্ডেলা রাম মদ জব্দ করে। এছাড়াও সদর বিওপি’র জওয়ানরা ১১ হাজার ১শ’ ৫০ টাকা মূল্যমানের চোরাইপণ্য জব্দ করে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Ei yaba bebsaie der jonno aj osohoi teknaf er sadaron manosh..besi price er tara kono porua kore na..tader jonno koto manosh aj osohai..allah tumi bisar korio oder…