টেকনাফ প্রতিনিধি…. টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড বিজিবির অভিযানে দু’টি তক্ষকসহ মোটর সাইকেল জব্দ করেছে। গত ৩ নভেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার রোজার গোনার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ জাফর আলম (৪০)বাড়িতে এ অভিযান চালায়। এতে একটি প্লাস্টিক জাল বাক্সসে রাখা দু’টি তক্ষক (টুটেন) উদ্ধার করে। এ সময় তক্ষকসমূহ পাচার ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানায় জাফর আলম দীঘদিন ধরে সীমান্তের ওপার বার্মার সাথে ইয়াবা ও টুটেনসহ অপরাপর চোরাচালানি পন্যর ব্যবসা বহু তরিয়তে চালিয়ে যাচ্ছে। আরো প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বিজিবি উপস্থিতি টের পেয়ে তার জাফর আলমের স্ত্রী ৪’শ গ্রামের আরও একটি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে বিজিবি সদস্যরা বন্যপ্রানী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে। এলাকাবাসী দাবী তার বাড়িতে এবং স্ত্রী জিজ্ঞাসাবাদ করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
Leave a Reply