শামশুল আলম শারেক, টেকনাফ টেকনাফে ডেসটিনি’২০০০ লিঃ রিয়্যাল স্টার টীম ডায়মন্ড প্রজেক্ট এর রেইন বো এসোসিয়েট্স’র মোটিভেশনাল ট্রেণিং ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সকাল সাড়ে ১০ টায় টেকনাফ বাস ষ্টেশনের মংগ্রী মার্কেটস্থ ডেসটিনির ট্রেনিং রুমে টেকনাফের ডেসটিনির কামিং গোল্ড এক্সিকিউটিভ এইচ এম মাসুদুর রহমানের সভাপতিত্বে মোটিভেশনাল ট্রেনিং ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনির রেইন বো এসোসিয়েট্স চট্টগ্রামের কামিং ডায়মন্ড এক্সিকিউটিভ বিপ্লব দত্ত। প্রধান আলোচক হিসেবে উপস্তিত ছিলেন- চট্টগ্রামের পিএসডি আবু মাসুদ চৌধুরী রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- টেকনাফের কামিং এক্সিকিউটিভ আবদুর রহিম, জমিল, জিয়া, মুজিব ও জাফর প্রমূখ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ডেসটিনি কার্যক্রম নিয়ে যে অপ-প্রচার চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদসহ ঐ সমস্ত বিষয়ে ডেসটিনির ডিস্ট্রিবিউটর ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত বা হতাশা না হওয়ার অনুরোধ জানান।
Leave a Reply