আব্দুস সালাম , টেকনাফঃ
‘মা ইলিশ বাঁচলে পরে-ইলিশ আসবে জাল ভরে’ শ্লোগান নিয়ে টেকনাফ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর টেকনাফে ডিমওয়ালা ইলিশ শিকার বন্ধের প্রচারনা শুরু করেছে। ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন সরকার ঘোষিত চিহ্নিত উপকূলীয় এলাকায় ডিমওয়ালা ইলিশ মাছ আহরন ,পরিবহন ,মজুদ ও বাজারজাত করণ নিষিদ্ধ ঘোষণা করেছে। টেকনাফের সিনিয়র মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোরশেদ জানান- একটি ইলিশ মাছ ডিম ছাড়ার সুযোগ পেলে আগামীতে কয়েক লাখ বড় ইলিশ পাওয়া যাবে। আশ্বিনের পূর্ণিমার জো ইলিশের ভরা প্রজনন মৌসুম। ইলিশ ডিম ছাড়ার সময় হলে সাগরের লোনা পানি হতে ভোলা, বরিশাল, বরগুনা, লক্ষীপুর, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার মিঠা পানিতে প্রবেশ করে। প্রজননের পর ডিম থেকে উৎপাদিত লাখ লাখ পোনা প্রথমে জাটকা এবং পরে বড় ইলিশে পরিণত হয়। তাই ইলিশ মাছের অবাধ প্রজননের/ডিম ছাড়ার সুযোগ দিতে ১০ আশ্বিন থেকে ২০ আশ্বিন তথা ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থেকে জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে। ভরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা দন্ডনীয় অপরাধ বলেও তিনি জানিয়েছেন। ########
Leave a Reply