মমতাজুল ইসলাম মনু টেকনাফ। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর বিওপি জওয়ানরা টেকনাফ কেকে খাল সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২ রোহিঙ্গাকে আটক করেছে। তাদের সাথে থাকা ৩ লক্ষ ২৩ হাজার ২ শত কিয়টও (মিয়ানমার মুদ্রা) জব্দ করেছে বিজিবি। অপর দিকে টেকনাফ নাইট্যং এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে একটি ট্রলার সহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭ টার সময় উত্তর চৌধুরী পাড়া নামক স্থান থেকে নায়েক সুবেদার শহীদের নেতৃত্বে তাদের আটক করে। এদিকে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার ছৈয়দ হোসেনের পুত্র ইয়াকুবের মালিকাধীন এফবি ইয়াকুব নামের একটি ফিশিং বোট দিয়ে মিয়ানমারে পাচারকালে ৫০ লিটার ডিজেল,১টি হারিকেন, ১টি কিরিচ বক্স ,২টি ষ্টিলের বড় বক্স,১টি গিয়ার টুল বক্স,২৩/২৫ ১টি ইজ্ঞিন ,৫০টি জালের পুল্ট,৭জোড়া জুতা,৬০ কেজি ছোলা,৫ কেজি খেজুর,২ কার্টুন মিষ্টি মেলা,২বক্স প্রজাপতি সাবান, ২বক্স মার্কস দুধ,২ টাংকি ফ্যামেলি তৈল,২টি মুসকান তৈল,১টি টাটকা সুপার বক্স ও মিয়ানমারের ৩ লক্ষ ৩২ হাজার ২শ’টাকার কিয়ট উদ্ধার করে। উদ্ধারকৃত কিয়ট বিবরণে ৩২পিচ ৫হাজার নোট, ১৫০পিচ ১হাজার’টাকার নোট,১১পিচ ৫টাকার নোট,২৯পিচ ২শ’টাকার নোট,১৩পিচ ১শ’টাকার নোট,১১পিচ ৫০টাকার নোট, ২পিচ ২০’টাকার নোট, ১পিচ ১০ টাকার নোট,সবমিলিয়ে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৫২ টাকা মালামাল উদ্ধার করেছে। বিজিবি সদও দপ্তর জানিয়েছে, আটককৃত ৯ রোহিঙ্গার মধ্যে ৭ জনকে পুশব্যাক করা হয়েছে অপর ২ জনকে মুদ্রা রাখার দায়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে পৃথক অপর একটি অভিযানে নায়েক সুবেদার জয়নালের নেতৃত্বে রাত ১১ টার সময় টেকনাফ নাইট্যং পাড়ার এলাকা দিয়ে মিয়ানমারে পাচারকালে ৪ বস্তা চিনি সহ একটি সিএনজি গাড়ী (কক্সবাজার -থ -১১-০৬১২) জব্দ করে। গাড়ীর ড্রাইভার পলাতক বলে জানা গেছে।
Leave a Reply