দেশের সর্ব দক্ষিন সীমান্ত পর্যটন শহর টেকনাফ সদর ইউপির সদস্যা খুরশিদা বেগম প্রকৃতি রক্ষায় অবদানের জন্য বিশ্বসেরা নারী হিসেবে ওয়াংগারি মাথাই পুরস্কারে ভূষিত হওয়ায় টেকনাফ নিউজ ডটকম’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। ৪ অক্টোবর টেকনাফ উপজেলা পরিষদ অডিটরিয়মে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টেকনাফ নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সাইফী খুরশিদা বেগমকে অভিনন্দন জানান। এসময় জনপ্রতিনিধি সরকারী-বেসরকারী কর্মকর্তা , মিডিয়া কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- বন পাহারা এবং জীববৈচিত্র সংরক্ষণ ও প্রকৃতির উন্নয়নের এক অনন্য সাহসী নারী খুরশিদা কে ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার বাবদ ২ হাজার মার্কিন ডলার (বাংলাদেশের প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা), সার্টিফিকেট, ক্রেস্ট, যাতায়াতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন। খুরশিদা বেগমের এ অর্জন শুধু টেকনাফ তথা কক্সবাজার জেলার নয়, পুরো বাংলাদেশের। নিসর্গ আইপ্যাক প্রকল্পের সহ-ব্যবস্থাপনা কমিটির দল সভাপতি খুরশিদার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক কর্মকান্ডের ফসল এ পুরস্কার। খুরশিদার এ পুরস্কার জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ যে এগিয়ে আছে তারই একটি উজ্বল দৃষ্টান্ত।
প্রবাসীদের পক্ষ থেকে খুরশিদাকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং তার সামনে আর অগ্রগতি হোক এই কামনায় রইলাম ।