আল-মাসুদ,হ্নীলা / সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আলী আকবর পাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে ২’শ গ্রাম ওজনের দু’টি টইট্যংসহ একটি মোটর সাইকেল আটক করেছে স্থানীয় বিজিবি। ৩২০ ওজনের অপর আরেকটি নিয়ে পি বিজিবি জানায়-২ নভেম্বর দুপুর ১ টায় গোপন সংবাদ পেয়ে হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ দল হ্নীলা মৌলভী বাজার এলাকার আলী আকবর পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র জাফর আলম (৪৫) বাড়ীতে অভিযান চালায়। বাড়ীর মালিক জাফর ঐ সময় তার কাছে রক্ষিত ৩টি নিষিদ্ধ টইট্যং ২৫ লক্ষ টাকার বিনিময়ে দালালের হাতে তুলে দেবার চেষ্টা কালে হাতেনাতে ধরা পড়ে বিজিবির হাতে। বিজিবির উপস্থিতি ঠের পেয়ে বাড়ির মালিক জাফর বড় টইট্যং টি নিয়ে পালিয়ে যায়। বিজিবি টইট্যং পাচারকার কাজে জড়িত থাকার দায়ে আলী আকবর পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র জাফর আলমকে (৪৫) পলাতক আসামী দেখিয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করে জানিয়ে টেকনাফ ৪২ বিজিবি সদর ব্যাটলিয়ন।
Leave a Reply