হুমায়ুন রশিদ,টেকনাফ। সারা দেশের ন্যায় টেকনাফেও ৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার ১মদিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।
কেন্দ্র সংশ্লিষ্ট সুত্রে জানা যায়-৪ নভেম্বর সকাল ১০ টায় টেকনাফের ৩টি স্কুল ও ১ টি মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র-৩৯৫জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৮জন অংশ-গ্রহণ করেন। অনুপস্থিত রয়েছে ১৭জন। টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে -৩৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৪জন অংশ নিলেও অনুপস্থিত রয়েছে-১৮জন। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪জন অংশ নিলেও ২৭জন অনুপস্থিত ছিল। এছাড়া রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৯২জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫০জন অংশ নিলেও ৪২ জন অনুপস্থিত ছিল। পরীক্ষার ১মদিনে ১০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলা চেয়ারম্যান মোঃ শফিক মিয়া ও উপজেলা নির্বাহী কমকর্তা সামছুল ইসলাম মেহেদী কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার্থীদের আচরন, কেন্দ্রগুলোর শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার প্রথম দিনে কোন অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কার হয়নি। #################################
Leave a Reply