আল-মাসুদ,হ্নীলা….টেকনাফ বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে ঢাকা থেকে আসা ৩ পর্যটক। সূত্রে জানা যায় স্থানীয় কয়েক বখাটে ইসমাঈলের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ টার সময় টেকনাফ বীচে এ ঘটনা ঘটে। তারা পর্যটকের কাছ থেকে ভয় দেখিয়ে মোবাইল সেটসহ নগদ টাকা কেড়ে নিয়ে অদৃশ্য হয়ে যায়। ছিনতাইয়ের শিকার সেলিম ও রুবেল জানিয়েছে,সেন্টমার্টিনে যাবার উদ্দেশ্যে ৩ বন্ধু সোমবার টেকনাফের কেয়ারী পর্যটন ঘাটে আসে। আবহাওয়া প্রতিকুল এবং সেন্টমার্টিন কেয়ারী সিন্দাবাদ নৌ-চলাচল সাময়িক বন্ধ থাকায় তারা টেকনাফ বীচে বেড়াতে গেলে অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হই। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা না করে তারা চলে গেছেন বলে জানা যায়।
Eita to teknaf er mansomman er prosno hoie dariese…tara to r kono din teknaf a asar sahos o korbe na hoi2..