নজির আহমেদ সীমান্ত… টেকনাফ বাহারছরা ইউপি র্কাযালয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে একপক্ষ চেয়ারম্যানের সালিশী রায়ে অসন্তোষ্ট হয়ে বাদি পক্ষ চেয়ারম্যান ও বিবাদী মোক্তার মেম্বার কে দু’ঘন্টা পরিষদে অবরোদ্ধ করে রাখে। গতকাল রোববার বিকাল ৪টার সময় ওই পরিষরে মেম্বার মোক্তার আহমদের বিরোদ্ধে টাকা পাওয়ার অভিযোগে পরিষদে আবেদন করেন স্থানীয় যুবলীগ সভাপতি আয়াছ কোং। পাওনা ৫ লাখ ১০ হাজার টাকার সালিশে রায় দেওয়ার সময় মোক্তার মেম্বার পাওনা টাকা দিতে রাজি নয়। কোন টাকা পাবে না বলে দাবি করলে দ’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে যুবলীগ সভাপতিকে নাজেহাল করার গুজবে বাহারছরার শামলাপুর থেকে শতশত লোক জন এসে ইউপি পরিষদ ঘেরাও করে রাখে। এতে বাহারছরা ইউপি চেয়ারম্যান মৌ মোহাম্মদ হাবিবুল্লাহ , মেম্বার মোক্তার আহমদ ও আমিনুল হক পরিষদে আটকা পড়ে। পরে রাত ৮টার সময় টেকনাফ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যুবলীগ সভাপতি মোহাম্মদ আয়াছ কোম্পানি বলেন মোক্তার মেম্বারের কাজ থেকে ৫ লাখ ১০ হাজার টাকা পাবে। বিষয়টি স্থানীয় লোকজন একাধিক বার সালিশ করে টাকা দেওয়ার রায় দেয়।
অপরদিকে মোক্তার মেম্বার জানান আয়াছ কোম্পানি তার কাছে থেকে টাকার লেনদেন ছিল তবে তা ঘটনার পূর্বেই দিয়েদিয়েছে।
ayas company er matho batpar, chor, dakait all samlapure r nai moane hoi. Member hote na pare ai sorojantro kartase