হুমায়ুন রশিদ,টেকনাফ। টেকনাফের হ্নীলায় ১বিজিবি হাবিলদার ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন। ব্যাটেলিয়ন সদরে ১ম জানাযা নামাজ শেষে এ্যাম্বুলেন্সে করে উক্ত হাবিলদারের লাশ ময়মনসিংহের গ্রামের বাড়ি ত্রিশাল এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বিজিবি সুত্র জানায়-৫সেপ্টেম্বর রাতে টেকনাফ ৪২বিজিবির লেদা বিওপি ক্যাম্পের হাবিলদার হাবিবুর রহমান(নং-৪২৬১৮) নিয়মিত কাজ শেষ করে যথা নিয়মে ঘুমিয়ে পড়ে। সুবহে সাদেকের সময় ফজরের আজান হলে সর্ঙ্গীয় লোকজন তাকে নামাজ আদায় করার জন্য ডাকাডাকি করলে কোন প্রকারের সাড়া শব্দ না পেয়ে শরীরে হাত দিলে নিস্তেজ অনুভব করায় সন্দেহ হয়। অপর সর্ঙ্গীয় লোকজন নিয়ে তাকে জাগাতে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে ডাক্তারের শরণাপন্ন হয়ে তার মৃত্যু নিশ্চত হওয়ায় জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়। দুপুর ১টারদিকে তাকে ব্যাটেলিয়ন সদরে ১ম জানাজা শেষে কফিনে করে লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তার সংসারে স্ত্রী, ৩ছেলে-মেয়ে, ভাই-বোন ও আ্তœীয়-স্বজন রয়েছে। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও জওয়ানেরা। ###################
Leave a Reply