শাহীনশাহ টেকনাফ /
টেকনাফে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যকীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা ২২ নভেম্বর দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুল ইসলাম মেহেদী’র সভাপতিত্বে প্রকল্প সুপারভাইজার কেফায়ত উল্লাহ’র পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙ্গালী, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।এতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ও মিডিয়াকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় গত২০১১সনের এপ্রিল থেকে ২০১২ সনের এপ্রিলের প্রতিবেদন,মামলা সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এসিসট্যান্ট ট্রেনিং কো অর্ডিনেটর মাহফুজুর রহমান। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিচালনায়, ইউএনডিপি ও ইউরোপ ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
Leave a Reply