মমতাজুল ইসলাম মনু …`টেকনাফ ১১ নভেম্বর ছিল সারাদিন গুজবের দিন। ডালপালা গজিয়ে শাখা-প্রশাখা বিস্তার করে ছড়িয়ে পড়েছিল পুরো টেকনাফে। গুজবটি ছিল উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি এগার তারিখের উখিয়ার সম্প্রীতি সমাবেশের জন্য ৩০ টি বাস গাড়ি দিয়েছেন। ইদানিং কিছু স্থানীয় ও জাতীয় পত্রিকায় বর্তমান এমপিকে পুন:মনোনয়ন বিষয়ে তাঁর দলের নেগেটিভ দৃষ্টিভঙ্গির কথা প্রকাশ পেলে এমপি বদির মত পরিবর্তনের বিষয়টি গুজব হয়ে সামনে উঠে আসে। লোকে মুখে বয়ে বেড়ানো গুজব বিষয়ে আওয়ালীগের সিনিয়র নেতা ও টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারমান ইউনুছ বাঙ্গালী এবং বিএনপি টেকনাফ উপজেলা সভাপতি সরওয়ার কামাল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে বিষয়টিকে তারা ভিত্তিহীন ও এটি নেহায়ত গুজব বলে মন্তব্য করেন। ==
Leave a Reply