হাফেজ মুহাম্মদ কাশেম , টেকনাফ শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের হাতে মিয়ানমারের রোহিঙ্গা দালাল ইউনুছ অবশেষে গ্রেফতার হয়েছে। ধৃত দালাল হচ্ছে মিয়ানমারের মংডু থানাধীন শাইরা পাড়া গ্রামের ফয়েজুর রহমানের পুত্র মোঃ ইউনুছ(৩২)। জানা যায়,সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় শাহপরীরদ্বীপ পুরাতন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কোষ্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে.বদরুদ্দোজা জানান, ধৃত মিয়ানমার নাগরিক একজন চিহ্নিত মানব পাচারকারী। দীর্ঘদিন ধরে সে রোহিঙ্গাদের অবৈধভাবে এদেশে অনুপ্রবেশ ও পরবর্তীতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের কাজ চালিয়ে আসছিলো। গত কয়েকদিন থেকে তার টেকনাফ সীমান্তে অবস্থানের খবর পেয়ে কোষ্টগার্ড সদস্যরা তাকে আটক করে। সে আদম পাচারকারী দালাল দীর্ঘদিন ধরে আদম পাচারের পাশাপাশি মিয়ানমারে ইয়াবা আনার সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ এলাকাবাসীর । সে আটক হওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে গতকাল টেকনাফ থানায় শাহপরীরদ্বীপের বেশ কয়েকজন প্রভাবশালী ও স্থানীয় দালাল তদবির চালিয়ে ব্যর্থ হলেও এ আদম পাচারকারীকে জামিনে ছাড়িয়ে আনতে একটি প্রভাবশালী মহল মোটা অংকের মিশন নিয়ে তদবির চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ধৃত ব্যক্তিতে অবৈধ অনুপ্রবেশ ও আদম পাচারের অভিযোগে মঙ্গলবার টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।########
Leave a Reply