এটিএন ফায়সাল : টেকনাফ বন্দরে মিয়ানমার ঘেকে আমদানি করা শুঁটকি মাছের ভেতর এবার ধরা পড়লো ২৬৬ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট। গতকাল বুধবার সন্ধ্যায় কোস্টগার্ড সদস্যরা নাফনদী দিয়ে বন্দরের দিকে আসা একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে এর লোকজন পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিতে তল্লশি চালিয়ে ১৯০ কার্টন ক্লিংকন, ৪৭ কার্টন জিট ও ২৯ কার্টন ব্লু-ডায়মন্ড নামক আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে। জব্দকৃত সিগারেটের মূল্য ২৬ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান কোস্টগার্ড কমকর্তারা। জব্দকৃত সিগারেট, শুঁটকি মাছসহ ট্রলারটিকে কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।
মিয়ানমার থেকে আমদানি করা ২০ মে. টন শুঁটকি মাছের সঙ্গে ২৬৬ কার্টন সিগারেটসহ ট্রলারটি জব্দ করে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার সাব লে, মো. ফয়েজুল কবির। তিনি আরো জানান, শামশুল আলম নামক আমদানি কারক প্রতিষ্ঠান বৈধ শুঁটকির সঙ্গে এসব অবৈধ সিগারেট আনে।
porer kahani ta to dilen na
a lot of thanks to coastguard .